মানিকগঞ্জে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ সেপ্টেম্বর:

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুর রহিম (২৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ( ২ আগষ্ট) বিকালে তিনি নিজবাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের হুকের সাথে নাইলনের রশির মাধ্যমে ফাঁসিতে ঝুলে আত্বহত্যা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহিমের বাড়ি মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকার আব্দুল হালিম । করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মানিকগঞ্জে এসে পরিবারের সাথেই বসবাস করছিলেন।

আত্মহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেই লেখাটি আব্দুর রহিমের নিজ হাতের লেখা বলে নিশ্চিত করেছেন তাঁর সহপাঠী এবং পরিবারের সদস্যরা। চিরকুটে লেখা রয়েছে ‘আম্মু-আব্বু। আমি সত্যি পারলাম না তোমাদের স্বপ্ন সত্যি করতে। আমাকে মাফ করে দিও। এই দুনিয়াটা আমার আর ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আমার পরিচিত মানুষগুলোকে আমার মৃত্যুর খবরটা জানিয়ে দিও। সবাইকে বলো, আমাকে যেন মাফ করে দেয়। আমি সত্যি এই দুনিয়ার যোগ্য না। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’

মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই সৈয়দ আযহারুল ইসলাম বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টা দিকে বলেন, সংবাদ পেয়ে আমরা মরদেহটি ঘটান স্থলে যাই।  বুধবার কিাল ৫.৫৫ মিনিটে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করি। বুধবার রাতেই তার দাফন কাজ সম্পন্ন করি। এ ব্যাপাওে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন