মানিকগঞ্জের সাটুরিয়া বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় র্যাব- ৪ অধিনায়ক ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রবার বিকালে মাদ্রাসার এতিম শিশুসহ ও আশে পাশে গ্রামের ১২০ জন মানুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, আলু, লবন ও তেল বিতরণ করা হয়।
র্যাব- ৪ এর অধিনায়ক ও এডিশনাল ডিআইজি মোজাম্মেল হকের পক্ষে এডিশনাল এ এসপি জমির উদ্দিন আহম্মেদ এ খাদ্য সামগ্রী দুস্থ্যদের মাঝে তুলে দেন।
এ সময় র্যাব – ৪ এর ছিনিয়র এ এসপি উনুমং, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন রাজ, দলিল লেখক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ মে ২০২০।