মানিকগঞ্জ২৪ প্রতিনধি:
জেলার শিবালয় ও দৌলতপুর উপজেলার
পদ্মা যমুনা নদীতে সরকারি
সিদ্ধান্ত অমাণ্য করে ইলিশ শিকারের দায়ে
৯ জেলেকে অর্থদন্ড দিয়েছে
সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।
জেলার শিবালয় ও দৌলতপুর উপজেলার
পদ্মা যমুনা নদীতে সরকারি
সিদ্ধান্ত অমাণ্য করে ইলিশ শিকারের দায়ে
৯ জেলেকে অর্থদন্ড দিয়েছে
সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।
দৌলতপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা
জানান, উপজেলার পদ্মা নদীর বাচামারা এলাকায়
ইলিশ শিকারের দায়ে রোববার ভোরে
২ জেলেকে আটক করা
হয়। পরে
দুপুরের দিকে তাদেরকে ২ হাজার টাকা
করে জরিমানার রায় প্রদাণ করা
হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা
জানান, উপজেলার পদ্মা নদীর বাচামারা এলাকায়
ইলিশ শিকারের দায়ে রোববার ভোরে
২ জেলেকে আটক করা
হয়। পরে
দুপুরের দিকে তাদেরকে ২ হাজার টাকা
করে জরিমানার রায় প্রদাণ করা
হয়।
অপরদিকে শিবালয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল
মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার
যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে
রোববার ভোরে সাত জেলেকে
আটক করা হয়।
পরে বিকেল সাড়ে ৫
টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে
আটক ব্যক্তিদের প্রত্যেককে ৪ হাজার টাকা
করে অর্থদন্ড রায় প্রদাণ করা
হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল
মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার
যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে
রোববার ভোরে সাত জেলেকে
আটক করা হয়।
পরে বিকেল সাড়ে ৫
টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে
আটক ব্যক্তিদের প্রত্যেককে ৪ হাজার টাকা
করে অর্থদন্ড রায় প্রদাণ করা
হয়।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৮ অক্টোবর/ ২০১৭।
হা.ফ/ ৮ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন