মানিকগঞ্জ২৪ প্রতিনিধিঃ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুখরী গ্রামে মো. দূর্জয় হোসেন (১৩) নামে এক কিশোর গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেলে মরদেহটি সদর থানা পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
দূর্জয় হোসেন ওই এলাকার আওলাদ মিয়ার ছেলে ।
দূর্জয়ের দাদা আরব আলী জানান, ভাই বোনের মধ্যে দূর্জয় মেঝ। সে অনেক সময় তৃতীয় লিঙ্গের আচরন করতো এবং মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। বৃহস্পতিবার দুপুরে ঘড়ের আড়ার সাথে তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঝুলন্ত অবস্থায় তার পড়নে শাড়ী, পেটিকোট ও ব্লাউজ ছিল বলেও জানান তিনি।
মানিকগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স আনিসুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
মানিকগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন জানান, দূর্জয় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারণে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সানিকগঞ্জ২৪/ হা.ফ/২৫ জানুয়ারী/ ২০১৮