মানিকগঞ্জে বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ

ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি  কর্নেল আজিজ পাশার ভাই আলম পাশার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ী  গ্রামে আলম পাশার বাড়ীতে শনিবার সন্ধা ৬ টার দিকে  ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা চালায়।

আজিজ পাশার ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলমগীর পাশা জানান, শনিবার সন্ধার দিকে বাড়ীর ঘরে বসে তিনি রেডিওতে খবর শুনছিলেন। এ সময় আকম্মিক ৩০/৪০ টি মোটর সাইকেলযোগে অজ্ঞাত পরিচয় কিছু লোক তার বাড়িতে প্রবেশ করে। এরপর  ইটপাটকেল নিক্ষেপ, ঘরের আসবাবপত্র ভাংচুর এবং একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় তারা।

তিনি আরো বলেন, এসময়  ভয়ে তিনি ঘরের দোতলার দরজা জানালা বন্ধ করে দেই। ভাংচুরের শব্দে এলাকায়ও আতংক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান জানান, আলম পাশার বাড়িতে প্রবেশের আগে ও পরে জয়বাংলা শ্লোগান দেয় হামলাকারীরা। এর আগে ২০১০ সালেও বাড়িটিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ছিল।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এমন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছিল। রবিবার দুপুর  সাড়ে ১২ টা পর্যন্ত আলম পাশা কোন লিখিত অভিযোগ করেন নি। তবে বিষয়টি আমারা ক্ষতিয়ে দেখছি বলেও জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ ডিসেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

ঘিওরে মুক্তদিবস পালিত

আরো পড়ুুন