হেই দিন গুলাই ভাল অাছিলো

বিশ্বাসের এক অটুট বন্ধন
উপলব্ধি করা যেত!
একে অপরের প্রতি নির্ভর করে চলতো।

আর বর্তমান প্রেক্ষাপট যেন এক
অপরুপ অবিশ্বাস,হতাশা,ক্রিমিনালের কারখানাসব কিছুই পরিবর্তন
হয়েছে, পরিবর্তন হয়ছে আমাদের মন মাইন্ড……

সেদিন মানুষ মানুষের
জন্য এক অনন্য দৃষ্টান্ত
রাখার প্রতিযোগিতা উপলব্ধি করা যেত

মেট্রিক পাশ করা পুলার জন্য বাবা উচু গলায় কইতো,আমার পুলায় মেট্রিক পাশআর এখন কয়
না কে,কত ভাল
মন্দ আছে, তাও জানার দরকার নেই

দরকার শুধু বেচে থাকতে হবে,,, ভাল মন্দ কিসের,,, শুধুই বেচে থাকতে হবেবেচে থাকার প্রতিযোগিতা।

ভাল মানুষ আছে বলেই আজো বেচে আছি সবাই, মন্দের সংখ্যা বেশি,,, ভালোর সংখ্যা কম…. নিজে ভালো তো জগৎ ভাল।

লেখা ও ছবি আবিদ হাসান আবেদ এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২
ফেব্রুয়ারী/ ২০১৮।

আরও পড়ুন:

মা বেড়াতে গেছেন একা একা।

আরো পড়ুুন