মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ অক্টোবর
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন,কৃষকরা যেন ন্যায্যমূল্যে বীজ পায়।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুন্নু সিটিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা ডিলারদের উদ্যেশ্যে আরো বলেন, আপনাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। তারা যেন সরকার নির্ধারিত বা কম মূল্যে বীজ কিনতে পারেন, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।
এসময় রিতা বলেন, ‘এখন আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে দেখি কোন কাজ হয়নি। সবখানেই সমস্যা আর অব্যবস্থাপনা। উন্নয়নের ছোঁয়া নেই কোথাও। অথচ বিএনপির আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, ব্যবসায়ীরা লাভবান হয়েছেন, তখন অর্থনীতিও ছিল স্থিতিশীল।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে নিরলসভাবে ভাবছেন। আপনারা মাঠে দায়িত্ব নিয়ে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে। আগামী নির্বাচনে সবাই মিলে বিএনপিকে বিজয়ী করতে হবে। আজকে আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলোর সমাধান একটাই গণতান্ত্রিক উপায়ে বিএনপিকে ক্ষমতায় আনা।
বর্তমান সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানিকগঞ্জে কিছুই করতে পারেনি। শিশুদের জন্য পার্ক নেই, খেলার মাঠ নেই, বড় কোনো অনুষ্ঠান করার মতো কমিউনিটি সেন্টার নেই। যেভাবে মানিকগঞ্জের উন্নয়ন হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি।’
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রাজীব।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ফ.ম. নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমূখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ অক্টোবর ২০২৫।