সাটুরিয়া প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর
মানিকগঞ্জ ৩ নং আসনের এমপি প্রার্থী (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) জামায়াতের ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, যারা ভারতীয় তাবেদারী করে কেবল মাত্র তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়না।
তিনি মানিকগঞ্জ জেলা সাটুরিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন আরো বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারী করে ভালো নির্বাচন সম্ভব নয়। কাজেই আগামী নির্বাচনে কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে, কালোটাকা ব্যাবহার করে নির্বাচন ভন্ডুল করতে না পারে সেজন্য অবিলম্বে সরকারকে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী “জুলাই জাতীয় সনদে”র ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন সহ পা্ঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার সকাল ১০ টায় সাটুরিয়া বাসস্ট্যান্ডে এ মিছিল শুরু করে। বাজার প্রদক্ষিণ শেষে গার্লস স্কুল সড়ক হয়ে বালিয়াটি জমিদার বাড়ি পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মী সমর্থক বিভিন্ন শ্লোগান সহ এতে অংশ গ্রহণ করে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ ৩ নং আসন পরিচালক ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন খান।
সাটুরিয়া উপজেলা আমীর মুঃ আবু সাঈদ বিএসসির সভাপতিত্বে ও যুবনেতা ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মোঃ মজিবুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর মুঃ হারুনুর রশীদ, সাবেক সেক্রেটারি মাওলানা শওকত আলী, ব্যবসায়ী নেতা মোঃ সোহরাব হোসেন, শ্রমিক কল্যাণ নেতা শামীম আল মামুন প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ সেপ্টেম্বর ২০২৫।