জনঅধিকার রক্ষায় জামায়াতের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান – ইজ্জত উল্লাহ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ আগষ্ট.

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা উত্তর অঞ্চল প্রধান অধ্যক্ষ মাওলানা ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শভিত্তিক আন্দোলনের নাম নাম । সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনঅধিকার রক্ষায় জামায়াতকে আরও সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানান।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইজ্জত উল্লাহ আরও বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ-তিতিক্ষা, আদর্শিক দৃঢ়তা ও সংগঠনশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না।

সম্মেলনে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা (উঃ) অঞ্চল জামায়াতের টিম সদস্য মানিকগঞ্জ ৩ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জ ২ নং আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, মানিকগঞ্জ ১ নং আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন খান, মাওলানা জাকিরুল ইসলাম খান, মোঃ আবু তাহের, মাওলানা ওমর ফারুক সহ জেলা, উপজেলা, পৌরসভা, জামায়াতের নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা রুকন সম্মেলন-২৫ এ বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশো রুকন এতে অংশগ্রহণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/১৬ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন