সাটুরিয়া প্রতিনিধি, ১৪ নভেম্বর:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক এবং বিএনপি থেকে মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা বলেছেন, বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। ফলে ধানের শীষ আমাদের সামনে থেকে সরে গিয়ে ছিল, কিন্তু হৃদয় থেকে সড়ে যায়নি। সেটি আবার ফিরিয়ে আনতে কঠিন নির্বাচনের সম্মুখীন হতে হবে আমাদের।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার হলপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম বাৎসরিক গাওয়ালে সিন্নি মোবারক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা আরও বলেন, আমরা বিগত ১৭ বছর যে দুঃশাসনের মধ্যে ছিলাম, প্রতিটা রাত চিন্তা করতে হয়েছে ছেলে মেয়ে ঘরে ফিরবে কি না, স্বামীকে নিয়ে হামলা মামলা নানা দুঃচিন্তার মধ্যে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তা পার করেছি। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া এটা স্থায়ী না।
তিনি আরও বলেন, আমরা বিভেদ চাই না, সবাই মিলে মিশে থাকতে চাই। ধর্ম বর্ণের উর্ধ্বে ঐক্যবধ্য ভাবে আগামী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে ফিরিয়ে আনবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের কঠিন নির্বাচনে প্রতিপক্ষ যে ভাবেই থাকুক নিজেদের সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে। জনগনের জন্য সাহস ও শক্তি এনে একটা আস্থা ও ভালবাসার জায়গা তৈরী করতে হবে। দলের ক্ষতি হবে এমন কাজ না করার জন্য সজাগ থাকতে হবে অন্যথায় দলে তাদের কোন জায়গা হবে না।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনের সভাপতিত্বে বরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ও জেলা সরকারী আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্ববায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপিরর যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিএনপি এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ নভেম্বর ২০২৫।