সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গোৎসব, কঠোর নিরাপত্তায় মাঠে ইউএনও

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর.

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকা থেকে রাত ৯ টা পর্যন্ত সাটুরিয়া উপজেলার ধানকোড়া, ফুকুরহাটি, সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে গিয়ে তিনি সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও বলেন, “শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পূজা একটি ধর্মীয় উৎসব হলেও এটি আমাদের সামাজিক সম্প্রীতির উৎসব, তাই সবাইকে মিলেমিশে উদযাপনের আহ্বান জানাচ্ছি।” তাছাড়া প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর কারনে পূজা কমিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: শাহিনুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া শাখার ডিজিএম জনাব অলিউল্লাহ, পল্লী সঞ্চয় ব‍্যাংকের ব‍্যবস্থাপক ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইউসুফ হোসেন,পূজা উদযাপন কমিটি সাটুরিয়া শাখার সভাপতি প্রদ‍্যোত কুমার ঘোষ এ‍্যাপোলো, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বাকালি,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: খলিলুর রহমান মোল্ল‍্যা,  উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আতোয়ার রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান ছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পূজা উদযাপন কমিটির নেতারা জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় তারা উৎসাহিত এবং ইউএনওর পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি দ্রুত চূড়ান্ত করবেন।

সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদত্ত ঘোষ অ্যাপোলো বলেন, এ বছর সাটুরিয়া উপজেলায় মোট ৮১টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। ইউএনওর সরাসরি পরিদর্শন আমাদের কার্যক্রমে আরও গতি আনবে।”

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ভিডিপি, গ্রামপুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ শতাধিক সদস্যরা নিয়োজিত রয়েছেন।

প্রশাসনের নিয়মিত তদারকি ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উপজেলার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ সেপ্টেম্বর ২০২৫।

আরো পড়ুুন