সাটুরিয়া প্রতিনিধি, ২০ আগষ্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সাটুরিয়া উপজেলা বনার্ঢ্য র্যালি ও আলোচনা ও বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া বাজার বটতলা থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাটুরিয়া হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাটুরিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিনুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আরিফুল ইসলা মের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, যুবদলের আহবায়ক আমীর হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শাফিকুল ইসলাম মোল্লা, যুগ্ন আহবায়ক আবু তাহের, যুগ্ন আহবায়ক সবুজ হোসেন, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন রিপন, সদস্য আবু সাইদুর রহমান, সাটুরিয়া ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জল হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান আসিফসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপন করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ আগষ্ট ২০২৫।