সাটুরিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ নভেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে থানা কক্ষে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন।

 

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর, এসএ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি মো. জাহঙ্গীর আলম।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর সাটুরিয়া প্রতিনিধি মো. শহিদুল ইসলাম খোকন, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি মো. সোহেল রানা খান, সাটুরিয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রনিনিধি মুহাম্মদ লুৎফর রহমান।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি তদন্ত রনজিৎ সাহা, সেকেন্ড অফিসার এস, আই মো. আরিফ খান, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মো. আল মামুন, অর্থ সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের সাটুরিয়া প্রতিনিধি মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খোলা কাগজের সাটুরিয়া প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক জনকন্ঠ ও এনটিভির সাটুরিয়া প্রতিনিধি মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলার সাটুরিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের কাগজের মো. হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের সাটুরিয়া প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শহিদ, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সাটুরিয়া প্রতিনিধি আব্দুস ছালাম সফিক, সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সকালের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি মো. হৃদয় মাহমুদ রানাসহ আরও অনেকেই।

 

সভায় সাটুরিয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ গ্রহণ করে। বক্তরা বলেন, পুলিশ ও সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এই দুই মহান পেশার মানুষগুলি একসাথে কাজ করলে, সাটুরিয়া থেকে মাদক, বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব। আগামীতে দেশের যে কোন পরিস্থিতিতে পুলিশ ও সাংবাদিকরা একসাথে সাটুরিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ নভেম্বর ২০২৫।

আরো পড়ুুন