সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ আগষ্ট:

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ স্লোগানকে সামনে রেখে সাটুরিয়ায় জাতীয় মৎস সপ্তাহ ২৫ উদযাপিত হয়েছে।

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সাটুরিয়ায় উপজেলা মৎস কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম,সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ আরও অনেকেই।

পরে সাটুরিয়া উপজেলার অন্যতম মৎস ব্যবসায়ী মাসুদুর রহমান খান স্বপনকে শ্রেষ্ঠ মৎসজীবি হিসেবে পুরুস্কার ক্রেষ্ট বিতরণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন