সাটুরিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে মেয়াদোত্তীর্ণ বীজ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

জানা গেছে, জান্না বাজারের ‘ ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করছিল। এ সময় দোকান থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ বীজ ও সার জব্দ করা হয়।

অভিযানে সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং সাটুরিয়া থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ বলেন, কৃষকদের সুরক্ষা দিতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ সেপ্টেম্বর ২০২৫।

আরো পড়ুুন