পাথর ও বালু খাওয়ার জন্য – আবু সাঈদ, মুগ্ধরা জীবন দেয়নি: শিবিরের সাবেক সভাপতি

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ অক্টোবর.

শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ- ২ ( সদর আংশিক, সিংগাইর- হরিরাপমুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, পাথর, বালু, বন জঙ্গল লুট করার জন্য- আবু সাঈদ, মুগ্ধরা জীবনা দেয়নি। আমি বিশ^াস করি, আবু সাঈদ ও ম্গ্ধুদের যারা ভালবাসে তারা এবার দারি পাল্লায় ভোট দিবে।

তিনি শুক্রবার সকাল ১০ টার দিকে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলারা ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক ব্রীজ সংলগ্ন বাজারে নির্বাচনী গণসংযোগ করে পরে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাথর ও বালু খেয়ে একটি মহল এত সুনাম অর্জন করেছেন যে, কবর থেকে আবু সাঈদ ও মুগ্ধরা দীর্ঘ স্বাস ছাড়ছেন। ঐ মহল অল্প দিনে যে দুর্নীতি করেছেন, অপরদিকে জামায়াতের কোন নেতা টেম্পু ষ্টান্ড, বালু মহল, নদী রাস্তা ঘাট দখল করেনি।

একদিকে পিআর পদ্ধতী দাবী অপরদিকে প্রার্থীরা গণ সংযোগ করছেন, দ্বৈত নীতি অবলম্বন করছেন এমন প্রশ্নের উত্তেরে মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, যুদ্ধ সব ফ্রন্টে চালাতে হয়। পিআর পদ্ধতী দাবী করা হচ্ছে, কিন্তু আদায় হয়নি। তাছাড়া পিআর পদ্ধতীতে নির্বাচন হলেও ত ৩০০ প্রার্থী লাগবে। তাই আমারাই একমাত্র রাজনৈতিক দল, ৩০০ আসনে পদপ্রার্থী দেওয়া হয়েছে। একটা আসনের প্রার্থী ঘোষনায় কোন দ্বিমত হয়নি। কোন বিরুধ হয়নি। রাস্তা ঘাট অবরোধ হয়নি। এ প্রার্থী ঘোষনাটাও একটি যোগ্যতা।

তিনি আরো বলেন, আমাদের দেশের পুলিশ সদস্যরা বিভিন্ন দেশে শান্তি মিশনে গিয়ে গোল্ড মেডেল পান, কিন্তু আমাদের দেশে তাদের বিরুদ্ধে উঠে নানন অভিযোগ। আমরা ক্ষমতায় গেলে আমাদের দক্ষ ও দেশ প্রেমিক পুলিশ সদস্যদের পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে পুলিশ দেশেও গোল্ড মেডেল পাবে এবং প্রশংসায় ভাসবে।

মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, এখন যারা দুর্নীতি করেন, দেশে অনেক যোগ্য পুলিশ অফিসার, মন্ত্রণালয়ে এমন কর্মকর্তা আছেন। যাদের এখনও সঠিক স্থানে পদায়ন করা হয়নি। তাদের যোগ্য স্থানে বসানো গেলে দুর্নীতি কমে যাবে।

পরে তিনি দিনভর সদর উপজেলা ও হরিরাপমুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামে নির্বাচনী প্রচারাণা করেন।

এসময় মানিকগঞ্জ ০২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন ছাড়াও জেলা, হরিরামপুর জামায়াতের বিভিন্ন অংগ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ অক্টোবর ২০২৫।

আরো পড়ুুন