দৌলতপুর প্রতিনিধি, ১৬ আগষ্ট :
গাজীপুরের আলোচিত হত্যাকাণ্ড সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১০.০০ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন-দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নুরুল ইসলাম,দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ,সাংস্কৃতিক বিষয়ক মো. মিজানুর রহমান, সাবেক সহসভাপতি মাহবুব আলম রাসেলসহ আরও অনেকেই।
বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ আগষ্ট ২০২৫।