দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়- দেলোয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ আগষ্ট.

জামায়াতের কেন্দ্রীয় নেতা ও মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে গণ মিছিল উত্তর সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ আগস্ট হচ্ছে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ হাসিনা সরকারের বিদায়ী দিন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে। ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ছাত্র ও জনতার সম্মিলিত প্রতিরোধে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল মানুষ। তারই ফলশ্রুতিতে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল। এখনো ফাঁসিবাজ শক্তি মাঝেমাঝে মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামি এদেশে আল্লাহর দেওয়া ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। দেশবাসীকে অগণতান্ত্রিক শক্তির হাত থেকে রক্ষা করতে হলে ইসলামী আন্দোলনকেই শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত মনোনীত মানিকগঞ্জ -১ আসনের প্রার্থী ডা. আবু বকর সিদ্দীক, মানিকগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর থানা আমির ডা. মো. ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, শিবালয় থানা আমির হাফেজ হাতেম আলী, মাওলানা ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার এক যুগ ধরে ভোটারবিহীন নির্বাচন, গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশকে জিম্মি করে রেখেছে। তারা দেশপ্রেমিক, ইসলামপ্রিয় মানুষের ওপর দমন-পীড়ন চালিয়ে টিকে থাকতে চায়। কিন্তু জনগণ আর তা মেনে নেবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার ও ইসলামভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জামায়াতের বিকল্প নেই।

সমাবেশ শেষে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি বিশাল গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের থানা মোড়, কোর্ট এলাকা, শহীদ রফিক চত্বর হয়ে জেলা পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন