খেলাকে ঘিরে বিশৃঙ্খলার মধ্যেও শান্তিপূর্ণ মানিকগঞ্জ- সাটুরিয়ায় জেলা প্রশাসক

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর:

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে খেলাকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমাদের দুঃখিত করে। সরকারী সম্পদের ক্ষয়ক্ষতি, বিশৃঙ্খলা এসব কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমাদের মানিকগঞ্জের মানুষ অনেক ভালো । কোন অপ্রিতিকর ঘটনা ঘটছে না।

 

তিনি বুধবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়ায় উপজেলা প্রশাসন কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন উপভোগ করেন, ঠিক তেমনি খেলাধুলা—বিশেষ করে ফুটবল, ক্রিকেট, নৌকা বাইচ ইত্যাদির মধ্যেও ভীষণভাবে আনন্দ খুঁজে পান। কিন্তু আমাদের মানিকগঞ্জের মানুষ গর্বের সঙ্গে বলা যায়, অনেক সচেতন, সংবেদনশীল ও শৃঙ্খলাপরায়ণ। আমরা এর আগেও নৌকা বাইচের মতো একটি বড় আয়োজনে একত্র হয়ে সফলতা দেখিয়েছি, কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই। এটি আমাদের জেলার জন্য একটি ইতিবাচক উদাহরণ।

 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যমই নয়, এটি যুবসমাজকে মাদক, অবক্ষয় ও সহিংসতা থেকে দূরে রাখার এক কার্যকর উপায়। তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সামনে আরও খেলাধুলার আয়োজন করবো ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি—এমনকি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাও বাদ যাবে না।

 

দূর্গা পূজার পরে আমরা জেলার নিউজ কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মানিত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবো, যেখানে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চাই, যারা ডিজিটাল মাধ্যমে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সানের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ -৩ আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি।

 

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়ন । খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মুগ্ধ করে অসাধারণ পারফরম্যান্সে। ধানকোড়া ইউনিয়ন প্রথমার্ধে একটি গোল করে ও বিরতির পর আরো দুটি গোল দিয়ে খেলা জমিয়ে তোলে এবং ধানকোড়া ইউনিয়ন একাদশ হরগজা ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে জয়লাভ করে।

 

টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলাধীন ৯ টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।

 

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন আর ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

 

সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক আমীর হামজার সঞ্চালনায় খেলায় আরো উপস্থিত ছিলেন,  সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জজামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই।

জেলা ও উপজেলা বিএনপি, জামায়ত ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত দর্শকরা অংশগ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ সেপ্টেম্বর ২০২৫।

আরো পড়ুুন