অবৈধভাবে চাল বিক্রির দায়ে ডিলারের কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ জুন
মানিকগঞ্জের হরিরামপুরে তিন বস্তা সরকারী চাল   চাল বিক্রির দায়ে ডিলারকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিত ডিলার হচ্ছে নূরুল ইসলাম স্বপন।

 

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার দাদরখি গ্রামে এই ঘটনা ঘটে। বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন তাকে কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত স্বপন উপজেলার দাদরখি গ্রামের মৃত: আব্দুল কালামের ছেলে।

আতিকুর নামের স্থানীয় এক যুবক জানান, দুপুরে দেলোয়ার নামের একজন ব্যক্তি অটো রিকশা করে তিনবস্তা চাল নিয়ে যাচ্ছিল। বিষয়টি সন্দেহ হলে অটো থামিয়ে দেখা যায় সেগুলো সরকারি চাল। পরে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে ৯৯৯ এ ফোন
দিতে বললে তিনি ওই নাম্বারে ফোন দেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে বিষয়টি জানতে পরে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই তিনবস্তা চাল জব্দ করা হয়েছে। পরে নুরুল ইসলাম স্বপন নামের এক ডিলারকে এক মাসের জেল দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুন ২০২০।

আরো পড়ুুন