সিংগাইর উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার
সিংগাইর প্রতিনিধি, ২৪ মে: জেলার সিংগাইর উপজেলা ছাত্রদলরে সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতর করেছে পুলশি। বৃহস্ততিবার দুপুরে গ্রেফতারকৃত মঞ্জুকে নাশকতামুলক র্কমকান্ডরে অভিযাগে মামলা দায়রে করে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার মধ্যরাতে সিংগাইরের গোবন্দিল এলাকা থেেক তাকে গ্রেফতার করা হয়। (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা খন্দকার ইমাম হোসনে বলেন, […]