প্রতিমা ভাঙচুরের ঘটনায় ধর্মীয় বিদ্বেষ
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: আমার অভিজ্ঞতা আর পর্যবেক্ষণে দেখেছি এই দেশে প্রতিমা ভাঙচুরের যত ঘটনা ঘটে তার নেপথ্যে যতটা না থাকে ধর্মীয় বিদ্বেষ, তার চেয়ে বেশী থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে ভীতি সঞ্চারের মতলব। এরা জানে ভয় জন্মাতে পারলে,এলাকা ছাড়া করতে পারলে পানির দরে সব কিনে নেয়া যায়। ভীত সসন্ত্রস্থ সংখ্যালঘুদের সম্পত্তি,জমিজমা গ্রাসই থাকে মূল লক্ষ্য। আর […]