সাটুরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে গাছের চারা বিতরণ
সাটুরিয়া প্রতিনিধি, ৫অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে জেলার সাটুরিয়ার ধূল্যা শ্রী শী বৃন্দাবন সংঘ মন্দিরে ২ শতাধিক বিভিন্ন জাতের গাছের চারাবিতরণ করা হয়েছে। সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার ধূল্যা পূর্বনগর শ্রী শী বৃন্দাবন সংঘ মন্দিরের সামনে এই গাছের চাড়া বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন সবুজ পরিবেশ আন্দোলন, […]