সিংগাইর প্রতিনিধি: উপজেলার বায়রা রির্সোস সেন্টারে কৃষক ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বায়রা ও বলধারা ইউনিয়নের ১২টি কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেয়।
বেসরকারি সংস্থা বারসিকের উদ্যোগে কৃষকের অধিকার ,সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভায় উপজেলা কৃষি উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ঈমান আলী, বারসিকের প্রোগ্রাম অফিসার শিমুল কুমার বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ গ্রাম কৃষক-কৃষাণী সমিতির সভাপতি কমলা বেগম, বাঙ্গালা সমিতির সভাপতি সুভাষ চন্দ্র মন্ডল, গাড়াদিয়া সমিতির সভাপতি মোজাম্মেল হক ও নয়াবাড়ি সমিতির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম।
বক্তারা ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, বিপণন ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত বীজ নিশ্চিতকরণ, কৃষকদের পেনশন স্কীম ব্যবস্থা চালু, পরিবেশ বান্ধব স্থায়িত্বশীল কৃষি প্রবর্তন, নারী কৃষকের কৃষিকার্ড ও সম মজুরীর বিষয়টি তুলে ধরেন। সেই সাথে কৃষি জমিতে অতিরিক্ত বাসায়নিক সার ব্যবহারে জমির উর্ববরতা হ্রাস এবং জৈব সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন কৃষকনেতাগণ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি প্রতিনিধি মাসুম বাদশাহ্ , দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসন, দৈনিক সকালের খবর প্রতিনিধি মোহাম্মদ আলী , দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান বিশ্বাস ও দৈনিক মানব জমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ সেপ্টেম্বর/ ২০১৭।