সিংগাইরে আইন-শৃঙ্খলা ও দূর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত

সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এক সভা উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার সকালে শুরু হয়ে দুপুরে শেষ হয়েছে।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান খান রোমান, ভাইস-চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয়।

আলোচনা সভায় শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টসহ সকলের প্রতি অনুরুধ করা হয়।
এতে উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন পূজামন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন