সিংগাইর প্রতিনিধি: ১১ এপ্রিল: জেলার সিংগাইর থানা পুলিশ ৯ কেজি গাঁজাসহ শাহনাজ পারভীন (৪৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহনাজ পারভীন উপজেলার মজলিশপুর গ্রামের মোস্তাফা কামালের স্ত্রী।
পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নারী মাদক ব্যাবাসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছে।
সিংগাইর থানার এস,আই সালাহ উদ্দিন রাসেল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার আজিজ জেনারেল হাসপাতালের পিছন থেকে গাজা বিক্রির সময় শাহনাজ পারভীনকে গ্রেফতার করেন।
পরে পুলিশ পুলিশ তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেন।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত শাহনাজ পারভীন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার দুপুরে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে।
মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/ ১১ এপ্রিল, ২০১৮।
আরও পড়ুন: