শিবালয় প্রতিনিধি, ২৭ মে: ঘর থেকে ডেকে নিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট বুতুনী গ্রামে।
জানা গেছে, সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম (৩৫) তার অষ্টম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে মবিনকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। ১২ বছর বয়সী মেয়ে সোহানা আক্তার একটি আবাসিক মাদ্রাসায় পড়ে এবং সেখানেই থাকে।
আয়েশা বেগমের ছেলে মবিন জানান, পার্শ্ববর্তী বিলবরইল গ্রামের মনোর উদ্দিন বারন বেপারীর ছেলে আজাদ (৪০) রাত একটায় তার মাকে ঘর থেকে জোর করে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যায় এবং ঘরের বাইরে শিকল লাগিয়ে দেয়। এরপর, তার মাকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, মরদেহটির ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছোট বুতুনী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামের সাথে ২২ বছর আগে একই জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয়। স্বামী গত বছরের মে মাসে করে সৌদি আরব যান। এর মধ্যেই আয়েশা বেগমের শনিবার রাতে রহস্যজনক মৃত্যু হল।
মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ২৭ মে ২০১৮।
আরও পড়ুন: