সাটুরিয়া প্রতিনিধি, ২৭ জানুয়ারী: জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনষ্টিটিউশনে ১০২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনষ্টিটিউিশন বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার হোসেন।
ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ১৪১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জানুয়ারী ২০১৯।