সাটুরিয়া ও ধামরাইয়ে ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি: নববর্ষের
উপহার হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া ও ধামারাইয়ে
৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে
এডিশন্যাল ডিআইজি
শেখ নাজমুল আলম।
শনিবার সকালে সাটুরিয়ার বাছট
বৈলতলা
মোকদমপাড়া
হাফিজিয়া
মাদ্রাসা

এতিমখানার
মাঠে
হিন্দু সম্প্রদায়
বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা
হয়।

কম্বল
বিতরণ উপলক্ষে
বাছট বৈলতলা পল্লী
মঙ্গল
সমিতির
সভাপতি
আব্দুর
রহমান
বিশ্বাসের
সভাপতিত্বে
 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন সাটুরিয়া
ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান
আনোয়ার
হোসেন
পিন্ট
। 
 
এ সময়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণপুর্ত
অধিদপ্তরের
ইঞ্জিনিয়ার
আবুল
বাশার,
ইঞ্জিনিয়ার
রফিকুল
ইসলাম,
রাজবাড়ী
জেলা
প্রাণী
সম্পদ
কর্মকর্তা
শাহাদাত
হোসেন,
রাজশাহী
প্রকৌশল

প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের
কম্পিউটার
সাইন্স
বিভাগের
সহকারী
অধ্যাপক
ডঃ
আলী
হোসাইন,
বাংলা
টিভির মানিকগঞ্জ প্রতিনিধি ও মানিকগঞ্জ২৪.কম এর প্রধান সম্পাদক মোহাম্মদ
হাসান
ফয়জী,মাদ্রাসার
সহ
সভাপতি
মিনহাজ
উদ্দিন
মাস্টার,
খোরশেদ
আলম,নজরুল
ইসলাম,
ক্যাশিয়ার
নরুল
ইসলাম,
মাদ্রাসার
যুগ্ন সাধারণ সম্পাদক
আমিনুল
ইসলাম
প্রমুখ।
মাদ্রাসার
সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাবিবুল্লাহ মিজান জানান,
এডিশন্যাল ডিআইজি শেখ নাজমুল আলম এর অর্থায়নে বিজয় দিবসের শুভেচ্ছা
হিসেবে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। তাছাড়া তার মাদ্রাসার বিভিন্ন উন্নয়নে বিভিন্ন
সময়ে নিয়মিত আর্থিক সহযোগীতা করে আসছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ ডিসেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়ায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

আরো পড়ুুন