সাটুরিয়া প্রতিনিধি, ১০ এপ্রিল:
মানিকগঞ্জের সাটুরিয়ার হাজিপুর গ্রামের পীরযাদা মোশারফ হোসেন চাঁন শাহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে শুক্রবার সকাল ১১ টা এবং ১২ টার দিকে দিঘুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩ শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল ও সাবান বিতরণ করেন।
দয়াল বাবা আবুল চানঁ হাজিপুর স্বরণে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন পীরযাদা মো. মোশারফ হোসেন চান শাহ, ডা. নাজিমুদ্দিন, দরবারের ভক্ত আতিকুর রমান, গোলাম রাসেল, জিন্নত আলী, সোহাগ হোসেন প্রমুখ।
পীরযাদা মো. মোশারফ হোসেন চান শাহ বলেন, আমি আমার নিজ বাড়ি থেকে বালিয়াটী ইউনিয়নের সাড়ে ৬ শতাদিক মানুষের মাঝে খাবার বিতরণ সম্পন্ন করেছি। বৃহস্পতিবার সাটুরিয়া ও বরাইদ ইউনিয়নে বিতরণ করেছি। আমি আমাকে শুধু বালিয়াটীতে সীমাবদ্ধ রাখি নাই। আগামি কাল থেকে আমার বাড়িতে পূনরায় খাদ্য সামগ্রী বিতরণ করব। তিনি এসময় বৃতবানদের যার যার অবস্থান থেকে করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে পাশে থাকার আহবান জানান।
মানিকগগঞ্জ২৪/ হা.ফ/ ১০ এপ্রিল ২০২০।