মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুকুরহাটি নামক স্থানে রুবেল হোসেন (২৫) এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ফুকুরহাটি মাদ্রার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে মানিকগঞ্জ সদর হাসাপাতালে নিলে কর্তবরত ডাক্তার তাক মৃত ঘোষনা করে।
রুবেল হোসেন ঐ ইউনিয়নের শাহিপাড়া গ্রামের আব্দুল সামাদের পুত্র।
বিষয়টি ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান আফাজ উদ্দিন মাষ্টার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরেক জন আহত হয়েছে। তাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে আটক করা যায় নি। রুবেলের মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ ডিসেম্বর ২০১৯।