সাটুরিয়ায় একদিনে ২৩ জন করোনায় আক্রান্ত

সাটুরিয়ায় প্রতিনিধি,  ৫ জুন:

জেলার সাটুরিয়া উপজেলায় গেল ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ নতুন করে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাটুরিয়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দারাল ৫০ জনে।

বিষয়টি সাটুরিয়া উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ নিশ্চিত করেছেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, ৬০ জনের নমুনা সংগ্রহ করে সাভারে পাঠানো হয়। এদের মধ্যে শুক্রবার সন্ধায় ২৩ জনের করোনায় আক্রান্তের রিপোর্ট আসে।

তিনি আরো বলেন, সাটুরিয়ায় ৫০ জন রোগীর মধ্যে শুক্রবার পর্যন্ত ১৪ সুস্থ্য হয়েছেন। এদের মধ্যে ৩ জন হাসপাতালে ও বাকীসব রোগীদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮৫ জন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জুন ২০২০।

আরো পড়ুুন