সময়মত সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু রোগে মৃত্যু হয় না- সাটুরিয়ায় স্বাস্থ্য মন্ত্রী

হাসান ফয়জী, ২৪ আগষ্ট:

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সময়মত সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু রোগে মৃত্যু হয় না। দেশে যত গুলি রোগী মৃত্যু হয়েছে প্রায় সবাই দেরী করে হাসপাতালে ভর্তি হয়েছে, চিকিৎসা সঠিক হয়নি তাই তাদের মৃত্যু হয়েছে। সারা দেশের সিটি কর্পোরেশন এক যোগে মশক নিধনে কাজ করছে। আমরা আশা করছি এই ব্যবস্থা সারা বছরই বজায় থাকবে। তাহলে এডিশ মশা কমে যাবে।

তিনি শনিবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা না করলে এডিস মসার জন্ম নিবে, আর মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত  হবে। বাংলাদেশে এ পর্যন্ত ৬০ হাজার রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। সরকারী হিসবা অনুযায়ী প্রায় ৪৭ জন মানুষ এ ডেঙ্গু রোগে মারা গেছে। আমরা চাই আমার দেশের মানুষ রোগ বালাই থেকে মুক্ত থাকুক। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজের আঙ্গিনা পরিস্কার রাখার আহবান জানান।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজীত শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি অ্যাডভাকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন জ্যোতি, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার প্রমুখ।

এসময় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, যারা এখনও পাকিস্তানের স্বপ্ন দেখে তারাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তারাই একুশের আগষ্টে গ্রেনেড হামলা করেছে। দেশের মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। ঐ দলই বাংলা ভাই তৈরি করেছে। তারাই এখন পদ্ম সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে গুজব ছড়াচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই আপনারা শেখ হাসিনার পাশেই থাকবেন।

শোক সভা উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিলে, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের সকল অংগ সংগঠনের নের্তৃবৃন্ধ, ৯ ইউনিয়নের চেয়ারম্যানসহ শত শত কর্মীরা অংশ নেয়।
ছবির ক্যাপশন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন বক্তব্য দিচ্ছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ আগষ্ট ২০১৯।

আরো পড়ুুন