সাটুরিয়ায় হাট বসনোর দায়ে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ৩ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি নিষেধ উপেক্ষা করে হাট বসানো এবং ঔষদের দোকানে গণজমায়েত করার দায়ে দুই জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যান আদালত।

শুক্রবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম পৃথক দুটি অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, গণ বিজ্ঞপ্তি দিয়ে সকল হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু ছনকা বাজারে সরকারী নিষেধ অমান্য করে শুক্রবার সাপ্তাহিক হাট বসানো হয়। সেখানে শত শত মানুষ ক্রয় বিক্রয় করছিল। পরে সেখানে গিয়ে সত্যতা পাওয়া গেলে ছনকা হাটের অর্থ সম্পাদক বশির মোল্লাকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ও আদায় করা হয়।

অরদিকে তিল্লি বাজারে জয়নাল হোসেন তার ফার্মেসীতে সরকারী নিষেধাঙ্গা অমান্য করে গণজমায়েত করে রোগী দেখার দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন