জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় সহ¯্রাধিক পরিবারের মাঝে ডিম, ডাল ও সাবান বিতরণ করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে বালিয়াটী উপ স্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে এ পুষ্টি খাবার শিশু পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া উপজেলা প্রকৌশলী তৈয়ুবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুনীর হোসেন, বালিয়াটী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন প্রমুখ।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে সাটুরিয়া উপজেলার ৮১ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আমারা ১২ শ শিশু পরিবারের মাঝে ডিম, ডাল ও সাবান বিতরণ করব।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ এপ্রিল ২০২০।