মানিকগঞ্জের সাটুরিয়ায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাটুরিয়ায় উপজেলায় ১১ জন করোনা রোগে আক্রান্ত হল। তবে এদের মধ্যে সর্বপ্রথম করোনা রোগী সুস্থ হয়েছেন। বিষয়টি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ নিশ্চিত করেছেন।
নতুন রোগীরা হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের চর সাটুরিয়া গ্রামের (১৮) অপরজন ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী গ্রামের।
আরও পড়ুন: খাওনের ট্যাকা নাই কিন্তু শপিং এর টাকার কোন ঘাটতি নাই
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ জানান, চড় সাটুরিয়ার ১৮ বছরের যুবক নিয়মিত সাটুরিয়া বাজারে যেত। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সাটুরিয়া বাজার থেকে সে করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে। ধানকোড়া তারাবাড়ির ২৫ বছরের যুবক সে গাজিপুর এলাকার গার্মেন্টস কর্মী। সে করেনা উপসর্গ নিয়ে গত ১৫ মে নিজ বাড়িতে আসে। তাদের দুজনের নমুনা সংগ্রহ করে সাভার পাঠালে সোমবার দুপুরে তাদের করোনা পজিটিভ আসে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, খবর পেয়ে দুই করোন রোগীর বাড়িতে গিয়ে লক ডাউন ঘোষনা করা হয়ছে। আপাতত দুই জন রোগীকেই তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ মে ২০২০।