সিংগাইরে চুরির ঘটনায় যুবকের আত্নহত্যা, আটক ৩

সিংগাইর প্রতিনিধি : জেলার সিংগাইরে গ্রাম্য-সালিশে মোবাইল চুরির ঘটনায় এক যুবক গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। এ ঘটনায় যুবকের নানী থানায় ১৩ জন কে আসামী করে মামালা করলে পুলিশ এ ৩ জনকে আটক করেছে।

আত্নহত্যা করা যুবক সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামের রজ্জব আলীর পুত্র রাসেল (২১)। যুবক চুরির  বিষয়টি জানাজানি হয়ে গেলে  হতাশায় ভুগে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে।

এ ঘটনায় আত্নহত্যা প্ররোচনার অভিযোগ এনে নিহতের নানী রাহেলা খানম বাদি হয়ে মঙ্গলবার  ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- বান্দাইল গ্রামের মৃত নকুমউদ্দিনের পুত্র এরশাদ (৬৫), মৃত ওয়াজ উদ্দিনের পুত্র চাঁন মিয়া (৪৮) ও চান আলীর পুত্র মোশারফ (৩৫)।

গ্রামবাসীরা জানায়, সোমবার সকাল ১০ টার  দিকে রাসেল ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র সুরুয মিয়ার মোবাইল ফোন চুরি করেন।

রাসেলকে চুরির অভিযোগে এলাকার সোলেমান মেম্বার, ছাত্তার খান, এরশাদ খান ও সৈয়জুদ্দিনসহ স্থানীয় বাসিন্দরা আটক করে তাকে চড়-থাপ্পর মারেন। এ সময় সে চুরির করার কথা স্বীকার করেন। সুরুযের বাড়িতে গ্রাম্য -সালিশে রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ চুরির লজ্জা-অপমান সহ্য করতে না পেরে সোমবার দুপুর ২টার দিকে রাসল নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
      
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাসেলের নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা ৩ আসামী কে আটক করেছি। বাকী আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্যে অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/  হা. ফ/ ১০ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন:

সাটুরিয়ায় প্রেমের টানে জেল হাজতে চাচি- ভাতিজার জুটি

আরো পড়ুুন