পাটুরিয়ায় লোকাল বাসের যাত্রীদের উপচে পড়া ভিড়

 শিবালয় প্রতিনিধি, ২০ আগষ্ট: যাত্রিবাহি যানবাহনের বাড়তি কোন চাপ না থাকলেও ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাসের যাত্রীদের সোমবার দুপুর থেকে উপচেপড়া ভিড় দেথা গেছে। দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায় যাত্রিবাহী বাসের চাপ ছির স্বাভাবিক। তবে অনেকে রবিবার অফিস থেকে সকাল সকাল বেরিয় পড়লে দুপুর থেকে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাসের যাত্রীদের চাপ বাড়তে থাকে।

সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত যাত্রিবাহী বাসের সংখ্যা খুবই কম ছিল। তারপরও যাত্রিবাহী বাসের যাত্রীদের ইদ নির্বিঘœ করার জন্য দৌলতদিয়া গামী ট্রাক পারা পার বন্ধ রাখা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাটুরিয়ায় যাত্রিবাহী ৪০ টি  বাস ফেরি পারা পারের অপেক্ষায় থাকলেও লোকাল বাসের হাজার হাজার যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। দুরপাল্লার বাসের টিকিট না পাওয়াতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকাল বাসে পাটুরিয়ায় আসছে। পরে লঞ্চ ও ফেরিতে দৌলতদিয়ায় পার হয়ে পূনরায় লোকাল বাস ধরেই গন্তব্যেস্থলে রওনা হচ্ছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এস আশিকুজ্জামান বলেন, ছোট বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে এ নৌরুটে। টানা ট্রিপ মারাতে তেমন কোন ব্যগ পেতে হচ্ছে না যানবাহনগুলিদের। ২৫-৩০ মিনিটের মধ্যেই ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলি।

অপরদিকে সোমাবার দুপুরে নৌপুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান পাটুরিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শনে আসেন। এসময় মানিকগঞ্জ পুলিশ সুপার  রিফাত রহমান শামীমসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ২০ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আরো পড়ুুন