তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যু বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ আগষ্ট: সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন এবং মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে  ঘিওরের জোকা এলাকার দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্বে যৌথভাবে এই কর্মসূচি পালন করে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক এবং তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ।

সংগঠনগুলো প্রথমে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম বিশ্বাস, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, বারসিক প্রতিনিধি সুবীর কুমার সরকার প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট সকালে কাগুজের ফুল সিনেমার সুটিং স্পট দেখে মানিকগঞ্জের ঢাকা – আরিচা মহাসড়কের জোকা নামক স্থানে সড়ক দূর্ঘটনায়  চলচিত্র নির্মাতা তারেক মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীর, প্রডাকশন সহকারী ওয়াসিম,জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ ৫ জন নিহত হন। সেই দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও  তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

প্রতিবছরই মানিকগঞ্জ প্রেসক্লাব ও বারসিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

গর্জনার ৩৪ মণ ওজনের কালোচাঁদের দাম ১৫ লক্ষ

আরো পড়ুুন