মানিকগঞ্জে ৬০৩ টি গ্রাম পানিবন্দি


মোহাম্মদ হাসান
ফয়জী: মানিকগঞ্জে ৬০৩ টি গ্রাম পানিবন্দি  হয়ে
পড়েছে। বুধবার সকালে মানিকগঞ্জের যমুনা নদীর আরিচা পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার
উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা
প্রশাসণের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের ত্রাণ কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন মানিকগঞ্জ২৪.কম
কে বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জের বন্যা কবলিত ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নের ৬০৩
টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

মানিকগঞ্জের যমুনা
নদীর পানি কমতে শুরু করলেও অভ্যন্তরীন নদ নদীর পানি না কমায় বানবাসীদের দুর্ভোগ কমেনি।
জেলার বন্যা কবলিত ৬ টি উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। এসব এলাকার
আঞ্চলিক রাস্তা – ঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে।

বন্যার পানি প্রবেশ
করায় ৬টি উপজেলার ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।

হরিরামপু উপজেলার বন্যা কবলিত স্কুলের
শিক্ষার্থী আকরাম হোসেন, সেলিনা আক্তারসহ অন্যরা জানায়, প্রতি
বছরই বন্যার সময় পাঠদান
পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকে
এছাড়া বসতবাড়িতে পানি ওঠায় বিভিন্ন
স্থানে আশ্রয় নিতে হয় এতে
পড়াশোনায় ব্যাঘাত ঘটে

ঘিওর উপজেলার নালি ইউনিয়নের পানিবন্দি
আনোয়ার মোল্লা, নুর হোসাইন, আয়শা
বেগম জানিয়েছেন, বাড়িতে পানি ওঠায়
চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। রান্না করতে
পারছেন না। গবাদী পশু
নিয়েও বিপাকে পড়েছেন। সড়কে
পানি ওঠায় চলাচলের জন্য
নৌকা বা ভেলা ব্যবহার
করতে হচ্ছে

মানিকগঞ্জ কৃষি সম্প্রসাণ
অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আলিমুজ্জামান মিঞা জানান, জেলায় ২০ হেক্টর জমির রোপা
আমন তলিয়ে গেছে । নষ্ট হয়ে গেছে ১৫০ হেক্টর জমির সবজি ক্ষেত। কৃষকদের ক্ষয়ক্ষতির
পরিমাণ আগামী কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানান।

মানিকগঞ্জের ৬০৩ টি গ্রামের ১
লক্ষ ৮৪ হাজার ৯শত ১১ জন মানুষ বানের পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের জন্য এ পর্যন্তত
৩৭১ টন চাউল ও ১৮ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্ধ করা হয়েছে বলে মানিকগঞ্জ২৪ কে
জানিয়েছেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ আগস্ট/
২০১৭।

আরো পড়ুুন