মানিকগঞ্জ ২৪ প্রতিনিধি ॥ মানিকগঞ্জে পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস অনার্স গ্রুপের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যন্ড থেকে অনার্স গ্রুপের সভাপতি জাহিদুর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষীন করে কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশে করেন।
এসময় বক্তরা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও শ্রমীকলীগ সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।
এর আগে বুধবার জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস অনার্স গ্রুপের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রমীকলীগ নেতারা। এনিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস অনার্স গ্রুপের প্রায় শতাধিক নেতা-কর্মীরা অংশ নেয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: