মানিকগঞ্জ প্রতিনিধি, ১ এপ্রিল:
মানিকগঞ্জে স্কুলছাত্র রাকিব হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকালে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কে বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে নিহত রাকিবের স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. সুলতানুল আজম খান আপেল, নিহতের পিতা খলিলুর রহমান, মাতা রোকয়ো বেগম প্রমুখ।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী গ্রামে খলিলুর রহমানের পুত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কান্দা পৌলী গ্রামের শাকিল আহম্মেদ ওরফে মিঠু (১৮), সবুজ হোসেন (১৯), মো. রকি (১৮), মো. আহাদ (১৯) এবং জনি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বুধবার দুপুরে বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় মুল আসামী শাকিল আহম্মেদ ওরফে মিঠু ও জনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ এপিল/ ২০১৮।
অরও পড়ন: