মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ নভেম্বর: মানিকগঞ্জ জেলা হাসপাতালের পুরাতন ভবনের নিচতলা থেকে মোবাইল চুরি করে পালানোর সময় শুকুর আলী (৩২) নামে এক চোরকে আটক করে গণ ধুলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। আটক শুকুর আলী মানকিগঞ্জ পৌরসভার পশ্চমি দাশড়া এলাকার ফকির আলীর ছেলে।
মানিকগঞ্জ জেলা হাসপাতালে চকিৎসাধীন শিউলি বেগম জানান, অসুস্থত জনিত কারণে কয়েকদিন ধরে হাসপাতালে র্ভতি রয়েছেন তিনি। সাঈদা আক্তার নামে তার এক ননদ তার দেখাশুনা করনে। সকালে পানি আনার জন্যে সাঈদা বাইরে যায়। এসময় তার স্যামসাং এবং তার ননদের হাওয়াই ব্র্যান্ডরে মোবাইল দুইটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুকুর আলী নামরে ওই চোরকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা।
তবে শুকুর আলীর নিকট থেকে কোন মোবাইল ফোন উদ্ধার করা যায় নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) রকিবুজ্জামান বলেন, এমন খবর পেয়ে ফোর্স পাঠিয়ে শুকুর আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: