হাজিপুর পীরযাদা মোশারফ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৪ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়ার হাজিপুর গ্রামের পীরযাদা মোশারফ হোসেন চাঁন শাহর ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

শনিবার সকাল ১১ টার দিকে নিজ দরবার শরিফ প্রাঙ্গনে, দয়াল বাবা আবুল চানঁ হাজিপুর স্বরণে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এসাময় বক্তব্য রাখেন পীরযাদা মো. মোশারফ হোসেন চাঁন শাহ, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, ওসি মো. মতিয়ার রহমান মিঞা এবং পীর আতাউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, সাটুরিয়া উপজেলা ছাত্রী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিরান হোসেন চৌধুরী, বালিয়াটী ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আতিকুর রহমান, দরবারের ভক্ত গোলাম রাসেল, জিন্নত আলী, আমজাদ হোসেন, সোহাগ হোসেন, মমরেজ, শাকিল, জুয়েল, আব্দুর বারেকসহ আরও অনেকে।

শনিবার বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিনশত পরিবারের মাঝে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি পিয়াজ, তেল ও সাবান বিতরণ করা হয়।

পীরযাদা মো. মোশারফ হোসেন চাঁন শাহ বলেন, শনিবার ৩ শতাধিক মানুষকে বিতরণ করা হলেও রবি ও সোমবার সব মিলিয়ে সহস্রাধিক কর্মহীন দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন