ফাইল ছবি |
সাটুরিয়া প্রতিনিধি, ১৬ আগষ্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বছরের ১ম দিন কোটি কোটি শিক্ষার্থীরা নতুন বই পাও। নতুন নতুন ভবনসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচেছন প্রধানমন্ত্রী। তাই উন্নয়নের স্বার্থে পূনরায় নৌকায় ভোট দিতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকালে বরাইদ ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জে আমার আমলে ব্যাপক উন্নয়ন কাজ করেছি, বতর্মানে কর্ণেল মেডিকেল কলেজ ভবন ছাড়াও বড় বড় ৩-৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। এমন আরও অসমাপ্ত কাজ করার জন্য আওয়ামী লীগ কে আবার ক্ষমতায় আসাতে হবে। তাই আপনারা আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করুন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু মোসা মো. ইব্রাহিম শিবলি সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আ.ফ ম সুলতানুল আযম খান আপেল সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন,সাটুরিয়া থানার অফিসার নচার্জ মো. আমিনুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য মো. আপেল মাহমুদ চৌধুর মো. জসিম উদ্দিন প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৬ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: