মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্টলার ডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার ৫ দিন পর সেমাবার সকালে ঢাকার দোহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সাথে পিকনিক করতে যাওয়ার সময় তাদের ট্টলারের সাথে একটি বলগেটের ধাক্কা লাগে। এতে ট্টলারটি ডুবে যায়। এসময় সবাই তীড়ে উঠতে পারলেও নিখোঁজ থাকেন রনি বিশ্বাস। ফায়ার সার্ভিসের ডুবুরী দল এবং স্থানীয়রা চেষ্টা করেও তার সন্ধান পায়নি।
সোমবার সকালে দোহার থানার প্রানকুন্ডু এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ এবং রনি বিশ্বাসের মামা বিল্লাহ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা লাশটি রনির বলে সনাক্ত করেন।
হরিরামপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বিষটি নিশ্চিত করেছেন।
রনি বিশ্বাস হরিরামপুর উপজেলার চালা ইউনিনের হাসমিলান গ্রামের আব্দুল কাদেরের বড় ছেলে । তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ডিসেম্বর ২০১৯।