এই কি শ্রদ্ধার নিদর্শন! ৫মাস আগে এই বোর্ডটি যারা টাঙিয়েছিলেন তারা এখন একটিবারও এর দিকে তাকান না,তাদের দৃষ্টিতে পরে না জাতির জনকের ছবির উপরে জমেছে ধুলার আস্তরণ। প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে,ফেটে গেছে। তবুও এই বোর্ড এরা পরিচ্ছন্নও রাখবে না,সরাবেও না।
কঠোর আইন করা জরুরী যাতে আত্মপ্রচারের উছিলায় কেউ যেন জাতীয় নেতৃবৃন্দ,জাতীর জনকের ছবিকে অসম্মান করতে না পারে।
দিবস আসবে ছবি টাঙিয়ে চলে যাবে, সেই ছবি,বিলবোর্ড কোন হালে আছে কেউ খবর নেবে না এমন কালচার এখনই থামানো জরুরী।
লেখা ও ছবি সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানুকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: