ফেসবুকের প্রতি আঙুল তুলেন,দায় চাপান

দুতিনটি টিভি আর কজন সিনিয়র
সাংবাদিক সুযোগ পেলেই ফেসবুকের প্রতি আঙুল তুলেন,দায় চাপান। যেন সব নষ্টের গোড়া
এই বেয়াড়া ফেসবুক।

এদের মতলবটা টের পাই।
 

কিন্তু আজ একা একা
মিনিটখানেক হেসেছি। কেন হাসলাম জানেন, কিশোরদের পর্ণগ্রাফির প্রতি আসক্তির জন্যও ইনিয়ে বিনিয়ে ফেসবুকটাকেই টেনে আনা হচ্ছিল বলে।

আরে বাবারে,এত মূর্খ,হুশহারা
হলে চলে ! পর্ণগ্রাফি ফেসবুক দিয়া চালায় না। দুনিয়ায় ফেসবুকের গুষ্ঠি
না থাকলেও সমস্যা নাই, ঐটা অন্য লাইন। নেটে বেয়ে বেয়ে নামে। আর নেট না
থাকলেই কি।
দোকান আছে না। ২০,৫০টাকায় মোবাইলের
মেমরিকার্ড ভরে দেয়।

আসল ঘটনা চরিত্রের পতন। রাজনৈতিক,সামাজিক,পারিবারিক,
ব্যক্তি চরিত্রের পতন,পঁচন ঘটলে বাকি থাকে না কিছুই। রাজনীতির পতনটাই পালের গোদা।

লেখা সিনিয়র সাংবাদিক
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/
৫ মে ২০১৮।
আরও
পড়ুন:

কাগজী লেবুর হাসি খুঁজি কাঁসার থালায়

আরো পড়ুুন