দৌলতপুর প্রতিনিধি, ১৬ আগষ্ট:মানিকগঞ্জে ছাত্রীদের সাথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও ইভটিজারদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ কুমার শীল, সোলায়মান উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ঢাবির ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইভটিজারদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, বুধবার জাতীয় শোক দিবস র্যালী শেষে শিক্ষকদের সাথে ছাত্রীরা বিদ্যালয় ফেরার সময় মতিলাল ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি ওবায়দুল মোল্লা সহ ৮-১০ জন ইভটিজিং করে শিক্ষার্থীদের। শিক্ষকরা এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায়। এতে ৪ শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান তুহিন বাদী হয়ে দৌলতপুর থানায় বিকালে মামলা করলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
মানিকগঞ্জ২৪/ দৌলতপুর/ হা.ফ/ ১৬ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: