মানিকগঞ্জের দৌলতপুরে মনু মিয়া (৪৮) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। এঘটনায় পুলিশ বাবা-ছেলেকে আটক করেছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংতির্ছা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মুন মিয়া ওই গ্রামের আব্দুল গনির পালিত ছেলে।
বিষয়টি দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম নিশ্চিত করেছেন।
পরিববারের সদস্যরা জানায়, বিকেলে বাড়ির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী সায়েদ আলী মোল্লা ও তার ছেলে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী রাজিমের সাথে মনুর হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সায়েদ ও তার ছেলে মনু মিয়াকে লাঠি দিয়ে মারপিট করে।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এঘটনায় সায়েদ আলী ও তার ছেলে রাজিমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ ফেব্রুয়ারি ২০২০।
আরও পড়ুন: